9 / 100 SEO Score

প্রথমবার্তা, রিপোর্ট:    সম্প্রতি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন বলে দাবি করেছে পেন্টাগন। সিরিয়ায় মার্কিন সেনা অভিযানে তিনি মারা যান।

 

 

 

 

 

এদিকে,  আবু বকর আল বাগদাদির স্ত্রীকেও আটক করা হয়েছে বলে দাবি করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। গতকাল বুধবার আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে দেয়া এক ভাষণে তিনি এ দাবি করেন।

 

 

 

 

 

তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, বাগদাদি সুড়ঙ্গে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়টি নিয়ে প্রচারণা চালাচ্ছে তারা।এরদোয়ান বলেন, আমি প্রথমবারের মতো জানাচ্ছি যে, বাগদাদির স্ত্রীকেও আটক করেছি আমরা। সিরিয়ায় তার বোন ও ভগ্নিপতিকে আটক করা হয়েছে।

 

 

 

 

 

এদিকে, সোমবার তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, বাগদাদির বোন রাসমিয়া আওয়াদ, তার স্বামী, ছেলের বউ ও পাঁচ সন্তানকে আটক করা হয়েছে। সিরিয়ার আলেপ্পো প্রদেশের আজাজ শহর থেকে তাদেরকে আটক করা হয়।