Dhaka , বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয়

  • রিপোর্টার নাম
  • আপডেট সময়: ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৭৯ বার দেখা হয়েছে

প্রথমবার্তা, ডেস্কঃ নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় মন্তব্য করে যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়েই অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কারের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, বিগত স্বৈরাচার উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিল। রডের বদলে বাঁশ এবং সিমেন্টের পরিবর্তে ছাই ব্যবহার করে তারা উন্নয়নকাজ চালিয়েছে।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে জামায়াতের জেলা শাখার কর্মী সম্মেলনে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘যারা কথায় কথায় আমাদের অন্য দেশে চলে যান বলত, তারাই এখন দেশের বাইরে। দেশে প্রতিটি খুন, চাঁদাবাজি, লুটপাট, ঘুষের বিচার হতে হবে। যারা আন্দোলন সংগ্রাম করে আমাদের শান্তি ও মুক্তির স্বাদ দিয়েছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

আমরা এমন কোনো  কথা ও আচরণ করব না, যাতে করে আমাদের সন্তানদের কষ্ট হয়। তাদের সেন্টিমেন্ট বুঝতে হবে।’

জামায়াত ক্ষমতায় গেলে নারীরা আর বাড়ি থেকে বের হতে পারবে না—আওয়ামী লীগের এমন অপপ্রচারের জবাবে ডা. শফিকুর রহমান বলেন,  ‘আজ দেখেন এই সমাবেশে এক পাশে পুরুষ, আরেক পাশে হাজার হাজার নারী। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা আরো দুটি জিনিস নিয়ে চলাফেরা ও কর্ম করবে।

আর তা হলো—সম্মান ও নিরাপত্তা, যা আওয়ামী লীগ সরকারের আমলে ছিল না।’

দলের দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আমিরসহ শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতারা।

আগে নির্বাচন সংশ্লিষ্ট বিভাগগুলো সংস্কার করতে হবে : গোলাম পরওয়ার

ভোলা প্রতিনিধি জানান, নির্বাচন সংশ্লিষ্ট বিভাগগুলো সংস্কার না করে নির্বাচন দিলে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

গতকাল শনিবার দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত স্বৈরাচারী সরকারের সময় রাষ্ট্রের সব বিভাগ রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে।রাষ্ট্রের এতগুলো বিভাগ এত অল্প সময়ে সংস্কার করা সম্ভব নয়। এটা নির্বাচিত সরকার যারা জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসবেন তাঁরা করবেন। তবে নির্বাচন নিরপেক্ষভাবে করার জন্য যে যে বিভাগগুলো সংযুক্ত যেমন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকটোরাল সিস্টেম, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনসহ ছয়-সাতটি বিভাগ সংস্কার না করে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না।

তিনি আরো বলেন,  ‘কেউ কেউ নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, বলে সংস্কার দরকার নেই, সংস্কার হলো কন্টিনিউয়াস প্রসেস। সংস্কার আর নির্বাচন এক সঙ্গে হবে। এ কথার মধ্যে আমরা অন্য গন্ধ পাই।’

পৃথিবীর ইতিহাসে হাসিনাই দিনের ভোট রাতে দিয়েছেন : অধ্যাপক মজিবুর রহমান

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, ‘পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনাই দিনের ভোট রাতে দিয়েছেন।’

গতকাল সকালে দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি এ কথা বলেন।

নির্বাচনপ্রক্রিয়া নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কেয়ারটেকার বাদ দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন চালু করল। ২০১৪ সালে তামাশার নির্বাচনে বিনা ভোটে পাস করল, ২০১৮ সালে দিনের ভোট রাতে হলো, ২০২৪ সালে ডামি নির্বাচন দিল, তারা নিজেরাই ভোট ভাগাভাগি করল।

ট্যাগ:
সর্বাধিক

নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয়

আপডেট সময়: ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

প্রথমবার্তা, ডেস্কঃ নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় মন্তব্য করে যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়েই অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কারের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, বিগত স্বৈরাচার উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিল। রডের বদলে বাঁশ এবং সিমেন্টের পরিবর্তে ছাই ব্যবহার করে তারা উন্নয়নকাজ চালিয়েছে।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে জামায়াতের জেলা শাখার কর্মী সম্মেলনে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘যারা কথায় কথায় আমাদের অন্য দেশে চলে যান বলত, তারাই এখন দেশের বাইরে। দেশে প্রতিটি খুন, চাঁদাবাজি, লুটপাট, ঘুষের বিচার হতে হবে। যারা আন্দোলন সংগ্রাম করে আমাদের শান্তি ও মুক্তির স্বাদ দিয়েছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

আমরা এমন কোনো  কথা ও আচরণ করব না, যাতে করে আমাদের সন্তানদের কষ্ট হয়। তাদের সেন্টিমেন্ট বুঝতে হবে।’

জামায়াত ক্ষমতায় গেলে নারীরা আর বাড়ি থেকে বের হতে পারবে না—আওয়ামী লীগের এমন অপপ্রচারের জবাবে ডা. শফিকুর রহমান বলেন,  ‘আজ দেখেন এই সমাবেশে এক পাশে পুরুষ, আরেক পাশে হাজার হাজার নারী। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা আরো দুটি জিনিস নিয়ে চলাফেরা ও কর্ম করবে।

আর তা হলো—সম্মান ও নিরাপত্তা, যা আওয়ামী লীগ সরকারের আমলে ছিল না।’

দলের দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আমিরসহ শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতারা।

আগে নির্বাচন সংশ্লিষ্ট বিভাগগুলো সংস্কার করতে হবে : গোলাম পরওয়ার

ভোলা প্রতিনিধি জানান, নির্বাচন সংশ্লিষ্ট বিভাগগুলো সংস্কার না করে নির্বাচন দিলে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

গতকাল শনিবার দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত স্বৈরাচারী সরকারের সময় রাষ্ট্রের সব বিভাগ রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে।রাষ্ট্রের এতগুলো বিভাগ এত অল্প সময়ে সংস্কার করা সম্ভব নয়। এটা নির্বাচিত সরকার যারা জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসবেন তাঁরা করবেন। তবে নির্বাচন নিরপেক্ষভাবে করার জন্য যে যে বিভাগগুলো সংযুক্ত যেমন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকটোরাল সিস্টেম, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনসহ ছয়-সাতটি বিভাগ সংস্কার না করে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না।

তিনি আরো বলেন,  ‘কেউ কেউ নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, বলে সংস্কার দরকার নেই, সংস্কার হলো কন্টিনিউয়াস প্রসেস। সংস্কার আর নির্বাচন এক সঙ্গে হবে। এ কথার মধ্যে আমরা অন্য গন্ধ পাই।’

পৃথিবীর ইতিহাসে হাসিনাই দিনের ভোট রাতে দিয়েছেন : অধ্যাপক মজিবুর রহমান

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, ‘পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনাই দিনের ভোট রাতে দিয়েছেন।’

গতকাল সকালে দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি এ কথা বলেন।

নির্বাচনপ্রক্রিয়া নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কেয়ারটেকার বাদ দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন চালু করল। ২০১৪ সালে তামাশার নির্বাচনে বিনা ভোটে পাস করল, ২০১৮ সালে দিনের ভোট রাতে হলো, ২০২৪ সালে ডামি নির্বাচন দিল, তারা নিজেরাই ভোট ভাগাভাগি করল।